রাজশাহীর বাঘায় করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধার মৃত্যু

সময়: 6:07 pm - August 24, 2020 | | পঠিত হয়েছে: 270 বার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আলীম উদ্দীন (৭০)। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে তার বাড়ি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন মারা যান।
তার নাতি মাসুম হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধা আবদুল আলমীকে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা গেলেন। রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মুক্তিযোদ্ধা আলীম উদ্দীনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর