বগুড়ার শেরপুরে স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব স্বামী

সময়: 10:24 pm - October 5, 2020 | | পঠিত হয়েছে: 481 বার

বগুড়ার শেরপুরে খামারকান্দি গ্রামে স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব হয়ে বৃদ্ধ মাকে নিয়ে বিচারের আশায় পথে পথে ঘুরে বেড়াচ্ছেন রংমিস্ত্রি আবদুল আহাদ। স্ত্রীকে লিখে দেয়া জমি প্রেমিকের নামে দলিল করে দেয়ায় প্রেমিক রউফ তার বাড়ি ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে।

 

এতে বৃদ্ধ মা ও ১২ বছরের মেয়েকে নিয়ে অন্যের বাড়ি বাড়ি ঘুরছেন আবদুল আহাদ। এ ঘটনায় স্ত্রী জেসমিন খাতুন ও তার পরকীয়া প্রেমিক আবদুর রউফের বিরুদ্ধে আবদুল আহাদ বাদী হয়ে ৪ অক্টোবর রোববার সন্ধ্যায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে রংমিস্ত্রি আবদুল আহাদ ১৫ বছর আগের শাজাহানপুর উপজেলার মাড়িয়া মোল্লাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের মেয়ে জেসমিন খাতুনকে বিয়ে করেন। পরে আবদুল আহাদ পৈতৃক বাড়ি বিক্রি করে ৮ শতাংশ জমি কেনেন। স্বামী-স্ত্রী দুইজনের নামে ক্রয় করে রাস্তাসংলগ্ন বাড়িতে বসবাস করে আসছেন।

 

জীবিকার তাগিদে আহাদ বিভিন্ন জেলায় গিয়ে রংমিস্ত্রির কাজ করেন। এরই সুযোগে খামারকান্দি পূর্বপাড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে আবদুর রউফের সঙ্গে জেসমিনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ঈদুল আজহার রাতে বিষয়টি ধরে ফেলে স্বামী আবদুল আহাদ।

 

এ ঘটনায় গত ৮ আগস্ট সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবদুল ওহাবের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। সালিশে জেসমিন সংসার করবে না বলে জানিয়ে দিয়ে তার মা, বড় বোন, ছোট ভাইয়ের সঙ্গে পিতার বাড়িতে চলে যায়। এর পূর্বে কৌশলে জেসমিন ওই জমির মূল দলিল, ভায়া দলিল, খাজনা-খারিজসহ যাবতীয় কাগজপত্র নিজের কাছে নিয়ে নেয়। নামের জমির অংশ প্রেমিক আবদুর রউফকে গত ১৬ আগস্ট দলিল করে দেয়। পরবর্তীতে জেসমিন খাতুন গত ৩ সেপ্টেম্বর আহাদের বিরুদ্ধে যৌতুক মামলা করে।

 

জমি লিখে দেয়ার পর তা দখলে নেয়ার জন্য ৩ অক্টোবর শনিবার সকালে আবদুল আহাদের বাড়ি ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয় আবদুর রউফ। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আবদুল আহাদ।

 

এ ব্যাপারে আবদুল আহাদ বলেন, ১৫ বছর হল জেসমিনের সঙ্গে সংসার করছি। আমার ১২ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। সে এমন কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। আমার বৃদ্ধ মা এবং ১২ বছরের মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছি।

 

এ ব্যাপারে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর