জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা, বাদীর ৫ বছর কারাদণ্ড

সময়: 7:07 pm - October 6, 2020 | | পঠিত হয়েছে: 229 বার

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় মোসা. মুন্নুজান বিবিকে (৪৮) ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।

সূত্র জানায়, গত ১ ফেব্রুয়ারি মুন্নুজানের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে মাদ্রাসা যাওয়ার পথে অপহরণ করে একই গ্রামের বাসিন্দা মারুফ হোসেন। পরে গোলাম নবীর বাড়িতে নিয়ে মরিয়ম বিবি ও আব্দুর রাজ্জাকের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে ওই দিন থেকে ২০ মার্চ পর্যন্ত তাকে ধর্ষণ করে সে।

এসময় মেয়েটিকে বিয়ের আশ্বাস দেয় মারুফ। এজন্য তার কাছে ৫ লাখ টাকা দাবি করে সে। তবে তৎক্ষণাৎ তা দিতে না পারায় ২১ মার্চ তাকে বাড়ি থেকে বের করে দেয় ওই বখাটে।

পরে মুন্নুজান বাদী হয়ে গত ১৭ আগস্ট জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন। কিন্তু এদিন আদালতে উপস্থিত হয়ে মামলা চালাতে অপারগতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই বলে মামলা তুলে নেয়ার আবেদন করেন।

ফলে আসামিপক্ষের আইনজীবী ও বিচারকের কাছে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। প্রেক্ষিতে বিচারক রুস্তম তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর আরেকটি ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন একই বিচারক।

জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এসব রায় মিথ্যা মামলা থেকে বিরত রাখতে ভূমিকা রাখবে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর