সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

সময়: 6:30 pm - October 16, 2020 | | পঠিত হয়েছে: 117 বার

সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৩ জন জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উপামরপুর ইউনিয়নের পাকুটিয়া গ্রামের মৃত আব্দুস সালাম মণ্ডলের ছেলে সেলিম মণ্ডল (২৪), একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২১) এবং হারুনার রশিদের ছেলে কাওসার (২২)।

আফসানা ইয়াসমিন বলেন, ভোরে যমুনা নদীর ধুবুলিয়ায় অভিযান চালিয়ে ওই ৩ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর