প্রধানমন্ত্রীর নির্দেশে খুকির পাশে রাজশাহী জেলা প্রশাসন

সময়: 6:29 pm - November 12, 2020 | | পঠিত হয়েছে: 290 বার

সম্প্রতি রাজশাহীতে একমাত্র নারী পত্রিকা বিক্রেতার ভিডিও ভাইরাল হওয়ায় আলোচনার শীর্ষে উঠে আসেন রাজশাহীর খুকি। তার জীবিকা নির্বাহ ও ইচ্ছের কথাগুলো ছুয়েছে মানুষের হৃদয়। খুকির ভবিষ্যৎ দিনগুলো যেন সুন্দর হয় তাই তার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক বলেন, খুকিতো আমাদের দেশের সংগ্রামী নারীদের মধ্যে একজন জ্বলন্ত উদাহরণ। আসলে অনেকে আমরা তাকে মানসিক প্রতিবন্ধী মনে করি কিন্তু সে মানসিক প্রতিবন্ধী নয়। কারন সে কারোর কাছে হাত পাতে না, কারোর কাছ থেকে ভিক্ষাও নেয় না। সে নিজেই ইনকাম করে চলে এবং তার পৈতৃক সম্পত্তির উপর লোভ নাই কাজেই মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাকে বলা হয়েছে যে, খুকির দায় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা যেন গ্রহন করি।

গতকাল জেলা প্রশাসক নিজে খুকির বাড়ি পরিদর্শন করেন এবং তার বাড়ি ঘর ঠিক করার নির্দেশ দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর