রাজশাহীতে বঙ্গবন্ধু কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন

সময়: 5:43 pm - December 13, 2020 | | পঠিত হয়েছে: 307 বার

সামিয়া খন্দকার : রাজশাহীতে বঙ্গবন্ধু কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন অনার্স ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ আসাদুজ্জামান আসিক, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়াও মানববন্ধন বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সুমাইয়া মিম, হিসাববিজ্ঞান বিভাগের শাওন, ব্যবস্থাপনা বিভাগের আলপোনা, ব্যবস্থাপনা বিভাগের ইমারুল ইসলাম আশিক, গণিত বিভাগের রায়হান, সমাজকর্ম বিভাগের রেজওয়ান, দ্বাদশ শ্রেণীর নিলয় মেহেদি, দ্বাদশ শ্রেণীর স্বাগত হোসেন, একাদশ শ্রেণির শাহরিয়ার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, কলেজটিতে ২৬০০ শিক্ষার্থী রয়েছে। কলেজে বিজ্ঞান ব্যবসা মানবিক তিনটি শাখা বিদ্যমান। এছাড়াও সম্মানে ১১ টি বিষয় রয়েছে। ২৬০০ শিক্ষার্থী থাকলেও ভবন সংখ্যা ও কক্ষ সংখ্যা সে তুলনায় কম। উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত সরকারিকরণের তালিকায় ৬০ টির মধ্যে ৩৩ তম থাকলেও কলেজটি সরকারীকরণের কোনো অগ্রগতি নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, খুব শীঘ্রই কেন আমাদের কলেজটি সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর