রাজশাহীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বানিজ্য, সাংবাদিক দেখে পালিয়ে গেলেন শিক্ষক

সময়: 10:08 am - February 23, 2020 | | পঠিত হয়েছে: 305 বার

আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত কোচিং বানিজ্য বন্ধ ঘোষনা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তারপরও সেই নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী সরকারী নিউ গভঃ ডিগ্রি কলেজের গনিত বিভাগের সহকারী শিক্ষক মোঃ নুরুজ্জামান কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধিন শেখ পাড়া এলাকায় একটি বাড়ি (১২৩ হোল্ডিং) ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ব্যাচ আকারে কোচিং করতে দেখা যায়।

জানা যায়, তিনি চারটি ব্যাচে কোচিং করান। আর প্রত্যেক ব্যাচে ৩৫ থেকে ৪০ জন শিক্ষাথী পড়ান তিনি। সরে জমিনে গিয়ে শিক্ষক মোঃ নূরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারী ভাবে কোচিং আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ ঘোষনা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। তারপরও আপনি এমন কর্মকান্ড চালাচ্ছেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি আমার ভূল হয়েছে। এরপর তিনি সাংবাদিকদের বসিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর