যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে: আইজিপি

সময়: 7:40 pm - March 31, 2021 | | পঠিত হয়েছে: 118 বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, মামলার এজাহারে কারো নাম না থাকলে তা যে তদন্তে আসবে না এমন কোনো কথা নেই। আমাদের দেশে একটা কাজ করলে নানা সমালোচনা শুরু হয়। আমরা কোনো কিছুই বিতর্কিত করতে চাই না। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন তদন্তে তাদের নাম আসলে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার (৩১ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হরতালে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আরো বলেন, যারা হামলা করেছে, তাদেরকে মামলায় অন্তভুর্ক্ত করা হয়েছে। যদি নির্দেশদাতা থাকে তারাও আসবে। আমরা নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি না। যারা অনস্পট হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তদন্তের সময়ে যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর