করোনা কেড়ে নিল বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রাণ
পাবনার ঈশ্বরদীর কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ইউনিভার্সিটি অব অ্যানরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মোত্তালিব (৬৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রফেসর ড. আব্দুল মোত্তালিবের গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে।
তিনি ক্যানসারে মৃত্যুবরণকারী ছেলে জিসান হৃদের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মোত্তালিব-ডেইজি দম্পতির ছোট ছেলে নিলয় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, করোনার কারণে এখন তিনি বাংলাদেশে আছেন।
মরহুম মোত্তালিবের বন্ধু বীরমুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস জানান, তার জানাজা ও দাফন ঢাকায় সম্পন্ন হবে।
রাজশাহী বার্তা/admin