পাবনায় মোবাইলে লুডুর মাধ্যমে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৪

সময়: 2:30 am - April 3, 2021 | | পঠিত হয়েছে: 81 বার

অনেকেই বলেন পুলিশকে মানুষের বন্ধু হতে হবে। আমি বলি বিষয়টা পারস্পরিক, পুলিশ ভাল মানুষের বন্ধু হবে, আর ভাল মানুষকে পুলিশের বন্ধু হতে হবে। এই আইডির মাধ্যমে চেষ্টা করছি জনতা পুলিশের একটা সম্পর্ক করতে। অধিকাংশ ক্ষেত্রেই আমি আপনাদের মেসেজগুলো দেখি , সময়মত উত্তর দেয়ার চেষ্টা করি। আপনাদের দেয়া তথ্যগুলো যাচাই করে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশন দেই। আমার অনেক সময় সফল হই , অনেক সময় বিফল। তবে বাজারের কাজের মধ্যে আমাদের চেষ্টার কিন্তু নেই।

 

আজকেই একজন একটা মেসেজ দিয়েছেন জুয়া সংক্রান্তে। আমিনপুর থানায় গতকালই  যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ রওশন কে বললাম ব্যবস্থা নিতে। সফলও হল সে।

 

জনৈক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী সাগরকান্দি সিন্দুরি বুরুরিয়া এলাকায় ওসি আমিনপুর এর নেতৃত্বে  পুঃ পরিঃ তদন্ত সহ   অভিযান পরিচালনা করে মোবাইলে লুডুর মাধ্যমে  জুয়া খেলা অবস্হায় আমামি ১.মোঃ আঃ  মালেক মোল্লা(৪২) পিতামোঃ ইসাহাক মোল্লা ২.মোঃ রফিক শেখ (৩৫) পিতা ইব্রাহিম শেখ ৩.মোঃ আঃ মতিন (৫০) পিতাঃ মৃত দেরাজ ব্যাপারি ৪. মোঃ জালাল (৩৫) পিতামৃত আঃ কাজি সর্ব সাং সাগরকান্দি বাজার থানা আমিনপুর দের গ্রফতার করি এবং তাহাদের নিকট হতে সর্বোমোট জুয়া খেলার ২৫.১০০/ টাকা উদ্ধার করা হয় উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

আমাদের তথ্য দিন। মাদক, সন্ত্রাস, জুয়া মুক্ত পাবনা গড়তে আমাদের সহযোগী হোন। আপনার পরিচয় গোপন রাখা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর