ঢাকার মগবাজার বিস্ফোরণে নিহত জয়পুরহাটের ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান

সময়: 8:45 pm - June 28, 2021 | | পঠিত হয়েছে: 144 বার
ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণে জয়পুরহাটের পাঁচবিবির ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান নামে এক যুবকও নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত যুবক নোমান পাঁচবিবি পৌর এলাকার ডাঃ খয়বর আলীর একমাত্র ছেলে।
হুল আমিন নোমান (৩২)। নিহত নোমান সংসার জীবনে ২ বছরের এক কন্যা সন্তানের বাবা ছিল। নোমানের অকাল মৃত্যুর খবর বাড়িতে এসে পৌছালে পরিবার ও আত্বীয়-স্বজনদের কাঁন্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নোমানের বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বড় ২ মেয়ে আর সবার ছোট একমাত্র ছেলে ছিল নোমান। নোমান অনেক আগে থেকেই ঢাকার ধানমন্ডির একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে।
পড়ালেখা শেষে ছেলে ”রহমান রহমান এ্যাসোসিয়েট” নামের একটি কোম্পাণীতে চাকরী করত। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও মগবাজার চৌরাস্তার মোড় অফিস শেষে মালিবাগ বাসায় ফিরছিল ওই বিস্ফোরিত ভবনের পাশের পথ দিয়ে। হঠাৎ বিস্ফোরণে ভবনের ছাদ ভেঙ্গে অন্যদের ন্যায় নোমানও ঘটনা স্থলেই নিহত হয়। নোমানের বাবা বলেন, আগামী ঈদে বাড়ী এসে ঈদ করার কথা ছিলো নোমানের। কিন্তু একটি দূর্ঘটনায় সব শেষ হয়ে গেল।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর