জয়পুরহাটে একজন মুড়ি ব্যবসায়ীর পালাশের মানবিকতা

সময়: 8:38 pm - June 30, 2021 | | পঠিত হয়েছে: 219 বার
সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট। এ জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায় জেলা পুলিশকে অক্সিজেন সিলিন্ডার
দিয়েছে মুড়ি ব্যবসায়ী পলাশ মহন্ত। পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার হাতে তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন তিনি।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ।করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।
তিনি আরও বলেন, দিনরাত যেকোনো সময়ে ০১৭৩৭৫৯৯৬৬৬-এই নম্বরে ফোন করলেই জেলার যেকোনো জায়গায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।
মুড়ি ব্যবসয়ী পলাশ মহন্ত বলেন, জেলায় করোনা রোগী বাড়ছে আর অক্সিজেনের অভাবেই কেউ প্রাণ না হারায়। করোনা কালীন সময়ে জেলা পুলিশ সুপার স্যারের কার্যক্রম দেখে আমি ভাবলাম আমি মানুষের পাশে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, সিনিয়র সাংবাদিক নন্দ কিশোর আগরওয়ালা।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর