রাজশাহীর অবকাঠামো উন্নয়নে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়
মহানগরীর অবকাঠামো উন্নয়ন বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ সহ উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় বিভিন্ন নগরীর রেলক্রসিং এর উপর ৬টি ফ্লাইওভার নির্মাণ, শিরোইল কলোনী-পারিজাত রাস্তা সম্প্রসারণ, ১৯নং ওয়ার্ডে এসটিএস নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় রেলওয়ের কর্মকর্তারা রাজশাহীর উন্নয়নে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, রেলওয়ে (পশ্চিম) এর প্রধান প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ফিরোজী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।