সাগরদাঁড়ি ট্রেনের মধ্যে বাচ্চা প্রসব

সময়: 11:48 pm - September 16, 2021 | | পঠিত হয়েছে: 143 বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য খুলনা থেকে ছেড়ে আসা সাগর সাগরদাড়ি ট্রেনে এক প্রসূতি সন্তান প্রসব করেছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন।

ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন।

সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন।এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

সন্তান প্রসবের পর রাত সাড়ে দশটার দিকে সন্তানসহ তিনি রাজশাহী স্টেশনে এসে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই প্রসূতি তার সন্তান সুস্থ রয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর