সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সময়: 4:39 pm - March 18, 2020 | | পঠিত হয়েছে: 74 বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভৌমিক উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। আদালতের সরকারি পিপি এ্যাড. আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদর মেয়ে স্বপ্না রানীর সঙ্গে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের। বিয়ের সময় যৌতুক হিসাবে একলাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেওয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর