সাদুল্লাপুরে সোনালী ব্যাংকে উপচে পড়া ভির, নিরব প্রশাসন
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় গাইবান্ধার হাট-বাজারসহ বিভিন্ন স্থানে লোক সমাগম কমাতে প্রশাসন তা নিয়ন্ত্রণে এনেছেন। তবে সাদুল্লাপুর সোনালী ব্যাংকে আসা গ্রাহকদের উপচে পড়া ভির জমলেও, নিরব ভূমিকা পালন করছেন স্থানীয় প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল দুপুরে ওই ব্যাংক শাখায় এমন চিত্র দেখা গেছে। সেখানে টাকা তুলতে আসা গ্রাহকরা কিছুতে মানছে সামাজিক দূরত্ব।জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঝঁকি এড়াতে নানা ধরণের নির্দেশনা দিয়েছেন সরকার। তবে এ নির্দেশানকে বৃদ্ধাঙ্গলী দেখিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর সোনালী ব্যাংক শাখার গ্রাহকরা। তারা শারিরীক দূরত্ব বজায় না রেখে লেন-দেন করতে হুমরি খেয়ে পড়েছে। প্রতিদিন শত শত মানুষের সমাগম ঘটে এ শাখাটিতে। এর ফলে ব্যাংকাররাও সংক্রমণের ঝুঁকি নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে আসছেন। ব্যাংকটিতে এমন পরিস্থিতিতে সংক্রমণ বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল। তাদের অভিযোগ এবিষয়ে উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেননি।
সোনালী ব্যাংক সাদুল্লাপুর শাখার কর্মরত একজন ব্যাংকার (নাম প্রকাশনা করা শর্তে) জানান, ব্যাংক ভবনের ভিতওে গ্রাহকদের দূরত্ব বজায় রাখতে বৃত্ত চিহ্ন দেওয়া রয়েছে। তবে ভবনটির প্রধান গেটে গ্রাহকরা ভির করে আসছেন।সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশ সদস্যরা চেষ্টা করছে।
রাজশাহী বার্তা/admin