রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছে আরোও ১২৯ জন কয়েদি

সময়: 4:07 pm - May 8, 2020 | | পঠিত হয়েছে: 389 বার

লিয়াকত হোসেন, রাজশাহীঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছে আরোও ১২৯জন সাজাপ্রাপ্ত কয়েদি।করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে এই পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (০৮মে) দুপুরে নির্দেশ পেয়েছি বলে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াসউদ্দিন। দুপুরে ১২৯ জন কয়েদিকে ছেড়ে দেওয়ার নির্দেশনা হাতে পেয়েছি।আজ সন্ধ্যায় যাদের জরিমানা নেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর যাদের জরিমানা আছে তাদের জরিমানা আদায় করে পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হবে। তিনি আমাদের আরও জানিয়েছেন,করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে কারাগার গুলোতে লঘু অপরাধের আসামিদের সাজা মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায় যেসব কয়েদিদের কারাভোগের মেয়াদ এক বছর কিন্তু ছয় মাসের বেশি সাজা খাটা হয়ে গেছে এরকম কয়েদিদের সাধারণ ক্ষমায় সাজা মওকুফ করা হয়েছে। যাদের জরিমানা আছে তাদের জরিমানা আদায় করে সাধারণ ক্ষমায় তাদের সাজা মওকুফ করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভিতরে ধারণক্ষমতা ১হাজার ৪৫০ জন। আর এই বৃহৎ কারাগারে হাজতি এবং কয়েদি মিলে তিন হাজারের বেশি বন্দী গাদাগাদি করে থাকতে হচ্ছে। এতে করে বন্দীদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায় অনেকটা বেশি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর