গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযান, এক লাখ টাকা জরিমান

সময়: 7:37 pm - May 12, 2020 | | পঠিত হয়েছে: 219 বার

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে একজন গুড় ব্যবসায়ির এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

এর আগে সোমবার রাত ৮টার দিকে র‌্যাবের একটি দল ওই গুড় তৈরির কারখানায় অযিান চালিয়ে আছাদ সোনার নামে এক ব্যক্তিকে আটক করে। আটক আছাদ সোনার-৪৮ চাঁচকৈড় পুরানপাড়া এলাকার মৃত বয়েন উদ্দিনের ছেলে।

র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, এএসপি এস, এম, জামিল আহমেদ জানান, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় পুরানপাড়া এলাকার একটি গুড় তৈরির কারখানায় অভিযান চালায়।

এসময় ভেজাল গুড় ও গুড় থৈরির সরঞ্জাম সহ আছাদকে আটক করে। পরে ভ্যাম্যমান আদালতের বিচারক গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন আছাদ সোনারের এক লাখ টাকা জরিমানা করেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর