ত্রাণের দাবিতে রাজশাহীতে অটোরিকশা চালকদের মানববন্ধন
ত্রাণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন অটোরিকশাচালকরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুর সিটি বাইপাস মোড়ে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা তাদের সরকারি ত্রাণ দেয়ার দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন, দীর্ঘ দুইমাস ধরে তারা বসে আছেন। এতে প্রতিটি গাড়ির ব্যাটারি নষ্ট হতে বসেছে। সেইসাথে পরিবার নিয়ে তারা পড়েছেন চরম বিপদে। কিন্তু কোনো ত্রাণ পাননি। এর আগেও ত্রাণের দাবিতে তারা মানববন্ধন করেছেন। কিন্তু কোনো সহায়তা পাননি।
মানববন্ধনে বক্তব্য দেন অটোরিকশাচালক ওয়াসিম, শাহিন, আরিফুর রহমান, নিরন, শহিদ, অনিক, হযরত, রুবেল, জামাল প্রমুখ।
রাজশাহী বার্তা/admin