তানোরে সাংবাদিক প্রশাসনের মধ্যে এমপির পিপিই উপহার 

সময়: 8:05 pm - May 18, 2020 | | পঠিত হয়েছে: 102 বার
সারোয়ার হোসেন, তানোর: রাজশাহীর তানোর উপজেলার কর্মরত সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে পিপিই উপহার দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার মোড়ে মোড়ে এমপি গাড়ি থামিয়ে শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ(গতকাল) সোমবার দুপুরে উপজেলা ছোট হল রুমে এমপি ওমর ফারুক চৌধুরী উপস্থিত থেকে উপজেলার কর্মরত সাংবাদিক উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ গ্রাম পুলিশের মাঝে এইসব পিপিই বিতরণ করেন।তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে  সাংবাদিক সারোয়ার হোসেনের হাতে এমপি ওমর ফারুক চৌধুরী পিপিই উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব,বিএমডিএ কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা আমিরুল ইসলাম, সমাজসবা অফিসার মতিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন,কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন,পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, আতাউর রহমান, মজিবুর রহমান, আবুল কাসেমসহ তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তরুন সমাজসেবক ও আগামী তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবুল বাসার সুজন, আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, কলমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমিন রিয়াদ,সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানভীর, ছাত্র নেতা রামিল আহম্মেদ সুইট প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় এমপি ওমর ফারুক চৌধুরী এবার নিজ এলাকায় সবার সাথে ঈদ করতে না পারাই সবার কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা জানিছেন তিনি।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর