নাটোর মহাসড়কে বাস-ট্রাকে চাঁদা না দিয়েই নির্বিঘ্নে চলাচল

সময়: 8:32 pm - July 5, 2020 | | পঠিত হয়েছে: 121 বার

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার আওতাধীন তিন জেলার ১৭০ কিলোমিটার মহাসড়কে এখন চাঁদাবাজি বন্ধ। ফলে কুষ্টিয়া-বনপাড়া-ঢাকা, রাজশাহী-বনপাড়া-ঢাকাসহ উত্তরাঞ্চল থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চাঁদা না দিয়েই নির্বিঘ্নে চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার পাকশী ব্রিজ থেকে বনপাড়া ও নাটোর হয়ে রাজশাহীর পবা এলাকা এবং বনপাড়া থেকে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা পর্যন্ত মোট মহাসড়ক বনপাড়া হাইওয়ে থানার আওতায় রয়েছে। এ থানার আওতায় রয়েছে ঝলমলিয়া, পবা ও পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

জানা গেছে, বছরখানেক আগে এই ১৭০ কিলোমিটার মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড়, বনপাড়া বাইপাস, রাজাপুর, দাশুড়িয়া মোড়, নাটোর বাইপাস, পুঠিয়া, বানেশ্বর, কাটাখালী, পবা আমচত্বরসহ বেশকিছু পয়েন্টে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা নেয়া হতো। পরবর্তীকালে হাইওয়ে থানার ব্যাপক তৎপরতা, কড়া নিষেধাজ্ঞা ও তদারকির ফলে বর্তমানে সব ধরনের চাঁদাবাজি বন্ধ রয়েছে।

রোববার দুপুরে তানোর থেকে ঢাকাগামী পশুবাহী একটি ট্রাকের চালক জানান, আগে পথে কয়েকটি পয়েন্টে চাঁদা দিতে হতো। তবে এখন আর কোনো শ্রমিক সংগঠন বা পুলিশকে চাঁদা দিতে হয় না।

সিরাজগঞ্জ থেকে নাটোরগামী অপর একটি গাড়ির চালক হেমায়েত উদ্দিন জানান, ‘সড়কে এখন আর কোনো চাঁদা দেয়ার ঝামেলা নেই।’

ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আবদুল জলিল প্রধান জানান, বর্তমানে মহাসড়কে সবরকমের চাঁদা আদায় বন্ধ। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে আমরাও সহযোগিতা করছি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর