রাজশাহীতে বিভাগে ৩০ জনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে মঙ্গলবার (১৮ আগস্ট) ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জনের বাড়ি রাজশাহী।
আর একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন ল্যাবে রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
রাজশাহীর ২৯ জনের মধ্যে ১৩ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার ছয়জন, র্যাব-৫ এর একজন এবং জেলার বাঘা উপজেলার পাঁচজন ও বাগমারার চারজনের করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহীর নতুন ২৯ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ১৩৯ জন। এর মধ্যে ২ হাজার ৪৩০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৫ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১৯ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন, মারা গেছেন ১১ জন।
রাজশাহী বার্তা/admin