রাজশাহীজুড়ে করোনায় আরও চারজনের মৃত্যু
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর ও বগুড়ায় একজন করে মারা যান। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভাগে পর্যন্ত সর্বোচ্চ ২৪০ জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ১৪৫ জন মারা গেলেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে চারজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
শনিবার বিভাগে নতুন ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৮ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাববগঞ্জের ১১ জন, নওগাঁয় একজন, নাটোরে পাঁচজন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জের ১১ জন এবং পাবনায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৩১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৫৪ জন, নওগাঁয় এক হাজার ১১০ জন, নাটোরে ৭৭৬, জয়পুরহাটে ৮৯৭, সিরাজগঞ্জে ১ হাজার ৮৩৯ জন এবং পাবনায় ৯৫৮ জন শনাক্ত হয়েছেন।
শনিবার বিভাগের ১৫৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫২ জন সুস্থ হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, নওগাঁয় দুইজন, নাটোরে পাঁচজন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে ২১ জন এবং পাবনার নয়জন করে ব্যক্তি করোনাভাইরাস জয় করেছেন।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১১ হাজার ৬০৫ জন। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৭২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৫ জন, নওগাঁর ৯৫৯ জন, নাটোরের ৪৪৫ জন, জয়পুরহাটের ২২০ জন, বগুড়ার ৫ হাজার ৫৭ জন, সিরাজগঞ্জের ৯৩৭ জন এবং পাবনার ৮৩৫ জন করোনামুক্ত হয়েছেন।
রাজশাহী বার্তা/admin