ত্বকে কলার ফেসপ্যাক ব্যবহারে যত উপকার
সময়: 11:37 pm - September 13, 2020 | | পঠিত হয়েছে: 102 বার
ত্বক সুন্দর রাখতে কত কিছুই করে থাকেন আপনি। ত্বকের রুক্ষতা দূর করে নরম ও কোমল ত্বক পেতে সাহায্য করে কলার ফেসপ্যাক। কলাতে রয়েছে ভিটামিন এবিসিডি। এ ছাড়া পটাশিয়াম ও প্রাকৃতিক তেল সমৃদ্ধ এই ফলটি ত্বক ময়েশ্চারাইজ রাখে।
কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে ও ব্রণের সমস্যা দূর করে।
যেভাবে কলা দিয়ে ফেস মাস্ক তৈরি করবেন
উপকরণ
১টি ম্যাশড কলা, ১/২ চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু।
যেভাবে তৈরি করবেন
একটি বাটিতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে এরপর মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে নিন। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাকটি খুব উপকারী।
লেখক:
বিন্দিয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী এবং বিউটি কনসালট্যান্ট