রাজশাহী যুবদল নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ
‘রাজশাহীতে স্ত্রী আওয়ামী লীগ করায় স্বামীকে তালাকের জন্য চাপ যুবদল নেতার’ শিরোনামে প্রকাশিত রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী বার্তা সহ কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে প্রকাশিত সংবাদ একেবারেই অযৌক্তিক, ভিত্তিহীন বলে দাবি জানিয়েছেন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ আলী সনি।
যুবদল নেতা সনির দাবি, এটি মূলত আওয়ামী লীগের অপপ্রচারমূলক মিডিয়া সেলের দ্বারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই প্রচার করেন আওয়ামী লীগের শাহমখদুম থানার নেত্রী বিনা মজুমদার। তার নামেই একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে, যা যে কোনো সাংবাদিক ও প্রশাসনের ব্যক্তি খোঁজ নিলে তার সত্যতা পাবেন। তিনি আমার সম্পর্কে ফুফু হন। তাহলে কিভাবে তাকে আমি এসব কথা বলতে পারি, তা-ই নয় কি!
আর ১৬ই ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার সাথে আমার কোনো প্রকারের কথোপকথনই হয়নি। তারপরও কিভাবে তিনি আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার ও অপপ্রচার করছেন তা আমার জ্ঞানে আসছে না। তবে সংবাদে তার মন্তব্য দেখে মনে হচ্ছে, তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিএনপি সহ সমসাময়িক গণঅভূত্থ্যান ও বিপ্লবকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে আওয়ামী লীগের প্ররোচনায় বিনা মজুমদার এসব করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এসব ঘটনায় থানা কিংবা কোথাও কোনো অভিযোগ নেই। সংবাদটি শুধুমাত্র অভিযোগকারীর মিথ্যা জবানবন্দির মাধ্যমে করা হয়েছে। এমনকি সংবাদে আমাকে আত্মপক্ষ সমর্থন করার কিংবা আমার সাক্ষাৎকার না নিয়েই সংবাদ প্রচার করা হয়েছে। তার এই মিথ্যাচার ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
রাজশাহী বার্তা/Rahim