রাজশাহী বিভাগে নতুন করোনা আক্রান্ত ৭০, সুস্থ ২১০
রাজশাহী বিভাগে নতুন ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ দিন বিভাগের ২১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সর্বোচ্চ ১৭৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৮ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
সোমবার শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১২ জন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে ১৯ জন এবং পাবনায় তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৭৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৪৭ জন, নওগাঁয় এক হাজার ২৩৮ জন, নাটোরে ৯৩১ জন, জয়পুরহাটে এক হাজার ৪১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৭ জন এবং পাবনায় এক হাজার ৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার সুস্থ হওয়া ২১০ জনের মধ্যে ১০৫ জনের বাড়ি জয়পুরহাট। এছাড়া রাজশাহীর ৩১ জন, বগুড়ার ৫৫ জন, নওগাঁর একজন, নাটোরের নয়জন এবং সিরাজগঞ্জের নয়জন করোনা জয় করেছেন।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৬৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৯৭ জন, নাটোরের ৭৩০ জন, জয়পুরহাটের ৪৪৫ জন, বগুড়ার ৬ হাজার ২৫৪ জন, সিরাজগঞ্জের এক হাজার ৪৮৩ জন এবং পাবনার ৯৬৭ জন করোনামুক্ত হয়েছেন।
সূত্র : যুগান্তর
রাজশাহী বার্তা/admin