বগুড়ায় সুখদহ নদীর ভাঙনে সড়ক যোগাযোগ বন্ধ
বগুড়ার সোনাতলায় সুখদহ নদীর অব্যাহত ভাঙনে সোনাতলা-সারিয়াকান্দি সড়কের বুড়ামেলা এলাকায় সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়ক ধসে গেছে। এতে গত কয়েক দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের বুড়ামেলা এলাকায় সুখদহ নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ওই স্থানে সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার ১৯ ইউনিয়নের অন্তত চার লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা অন্তত সাত কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যাতায়াত করছেন। এতে একদিকে সময়ের অপচয় অন্যদিকে যানবাহনে বাড়তি ভাড়া ব্যয় করতে হচ্ছে। প্রসূতি বা যে কোনো মুমূর্ষু রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা শহরের সরকারি হাসপাতালে নিতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
প্রতিদিন শত শত শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষকে ঝুঁকি নিয়ে ওই পথে যাতায়াত করতে হয়। বর্তমানে ঝুঁকি নিয়ে সিএনজি অটোরিকশা, রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটর সাইকেল চলাচল করছে। মাঝে মধ্যে উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটছে।
এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল জানান, সোনাতলা-সারিয়াকান্দি সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। তাই জরুরিভিত্তিতে সড়কটি মেরামত করা প্রয়োজন। তিনি আরও জানান, বিষয়টি সোনাতলা উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।