রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় মামলা

সময়: 7:49 pm - September 26, 2020 | | পঠিত হয়েছে: 243 বার

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ। এর কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরে নগরীর দামকুড়া থানায় মামলা করেন। আসামিরা হলেন নৌকার মালিক ঈসা, মিলন ও মাঝি সুমন।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। অথচ যাত্রীদের তা না পরিয়ে নৌকায় উঠান তারা। সেজন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ১৫ জন যাত্রী নিয়ে পদ্মায় নৌকা ডুবে। পরে ১৩ জনকে উদ্ধার করা হয়। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর