অপু বিশ্বাস যখন চা-শ্রমিক
সিনেমায় অভিনয় দিয়ে না হলেও আলোচনায় রয়েছেন ঢাকাই ছবির অভিনেত্রী অপু বিশ্বাস।
শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর ফের তিনি বিয়ের পিঁড়িতে বসছেন বলে খবর চাউর হয়েছে।
এ বিষয়ে চলচ্চিত্রপাড়া থেকে সিনেপ্রেমীদের কৌতূহলের শেষ নেই।
কবে আর কার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন সে প্রশ্নই এখন অপুর ভক্তদের প্রশ্ন।
এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করলেন অপু।
যেখানে তাকে দেখা গেছে, চা-বাগানে কাঁধে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলছেন অপু।
ছবিটি রীতিমতো ভাইরাল। অনেকেই প্রশ্ন করেছেন, নতুন কোন ছবিতে চা-বাগানের কর্মীর চরিত্রে অভিনয় করছেন অপু? এ যাবত কালীন গৃহবধূ, চিকিৎসক বা ধনীর দুলালির মতো বিভিন্ন চরিত্রে নিজেকে অভিনয় করেছেন অপু। চা-শ্রমিক হিসেবে কখনো দেখা যায়নি তাকে। এবার হয়তো এমন কোনো চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।
জানা গেল, বিষয়টি সেরকম কিছু নয়। এক আদিবাসী পল্লীতে গিয়েছিলেন অপু। সেখানেই এই ফটোসেশনটি করেন।
এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস জানান, সম্প্রতি ভারতের দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। বেড়ানোর ফাঁকে সেখানকার এক আদিবাসী পল্লীতে গিয়ে মুগ্ধ হয়ে যান অপু। খুব কাছ থেকে আদিবাসীদের জীবনযাপন উপলব্ধি করেন।
এক সময় তাদের সঙ্গে মিশে যান। নিজেকে তাদের মাঝে খোঁজার চেষ্টা করেন। সেজন্য আদিবাসী তরুণীদের পোশাক পরে ঘুরে ফেরেন সেই পল্লীতে। আর এ সময় ক্যামেরাবন্দি হন তিনি।
আর সে ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করতেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়ে। এখন পর্যন্ত ছবিটি লাইক জমা হয়েছে ১৮ হাজারের বেশি।
প্রসঙ্গত অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে একটি ছবি শিগগিরই মুক্তি পাবে। ছবিটি ব্লকবাস্টার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এর সিকুয়েল। আগের ছবির মতো এর পরিচালনায় রয়েছে দেবাশীষ বিশ্বাস। এ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী।
রাজশাহী বার্তা/admin