দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘর ধসে পড়ায় দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে একই পরিবারের বাড়ীর দেয়ালচাপাড়া পড়ে স্বামী স্বপন (৩৫),স্ত্রী মারজিনা (২৫) ও দুই ছেলে হুসেন (৯) ও হাসিবুল (৬) মারা যায়। আজ ভোরে কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর থানার ওসি তদন্ত সোহেল রানা জানান, কয়েকদিন থেকে অব্যাহত বৃস্টির কারনে মাটির ঘরের দেয়াল পানি পড়ে নরম হয়ে যায়। আজ ভোরে কোন এক সময় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে একই পরিবারের বাড়ীর দেয়ালচাপাড়া পড়ে স্বামী স্বপন (৩৫),স্ত্রী মারজানা (২৫) ও দুই ছেলে হুসোন (৯) ও হাসিবুল (৬) ঘটনা স্থলেই মারা যায়। এলাকার লোকজন সকালে মাটিচাপা পড়ার খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করি। স্বপন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। সে শশুর বাড়ি ঝাউপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার পিতার বাড়ি সৈয়দপুরে বলে স্থানীয়রা জানায়। স্বামী-স্ত্রী ও দুই ছেলে মারা যাওয়ায় তার পরিবারের আর কেউ রইলো না। ঘটনাস্থলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নি ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঝাউপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পরিবারের ৪ জনের নিহতের ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারেরর কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী বার্তা/admin