রাজশাহীতে যোগদান করলেন সেই এসপি
কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন রাজশাহীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
কক্সবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যায় সমালোচিত হন এসপি মাসুদ। নানা মহলের রোষানলের মুখে সম্প্রতি তাকে রাজশাহীতে বদলি করা হয়।
রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসপি মাসুদ রাজশাহীতে এসে প্যারেড দলের সালামি অভিবাদন গ্রহণ করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সব ইউনিট প্রধানের সঙ্গে পরিচিত হন। এসময় সবার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় করেন তিনি। সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
বিশেষ সভায় সবাইকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন এসপি মাসুদ। এছাড়া মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এসপি মাসুদ বলেন, থানা হবে সেবাদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ দায়িত্ব পালন করতে হবে। পুলিশের কোনো সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকা চলবে না। থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজশাহী বার্তা/Durul Haque