রেজিস্ট্রি অফিসে কমিটি গঠন নিয়ে আ’লীগের দু’গ্রুপে হাতাহাতি

সময়: 3:48 pm - February 20, 2020 | | পঠিত হয়েছে: 332 বার

বগুড়ার ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতিতে যুবলীগ ও শ্রমিক লীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে ধুনট থানার সামনে সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পুলিশ ফজলুল হক ডাবলু নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কমিটি গঠন করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে দলিল লেখক সমিতির কথিত কমিটি গঠন করা হয়েছে এমন দাবি করে সভা আহ্বান করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি দলিল লেখক ওহিদুল ইসলাম ও যুবলীগ কর্মী দলিল লেখক ফজলুল হক ডাবলু।

সভায় কমিটি গঠন বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক দলিল লেখক সাইদুল ইসলামের সঙ্গে যুবলীগ কর্মী ফজলুল হক ডাবলুর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন শেখ আহত হন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত যুবলীগ কর্মী ফজলুল হক ডাবলুকে আটক করে পুলিশ।

সাইদুল ইসলাম থানায় ফজলুল হক ডাবলু, লিওন হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল সেলিম, তার ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব রানা সবুজ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক শহিদুল মণ্ডলের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

সাইদুল ইসলাম অভিযোগ করেন, দলিল লেখক সমিতির নামে ফজললু হক ডাবলু ধুনট সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের কাছে চাঁদা দাবি করেছিল। এর প্রতিবাদ ও চাঁদা দিতে অস্বীকার করলে ফজলুল হক ডাবলু ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে অফিসের ভিতরে আমাকেসহ তিনজনকে পিটিয়ে আহত করেন।

তবে ফজলুল হক ডাবলু সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সর্বসম্মতিতে ধুনট উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। তাই বুধবার সভা আহ্বান করলে কমিটিতে না থাকতে পেরে সাইদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার লোকজনের ওপর হামলা চালায়।

এ প্রসঙ্গে ধুনট সাব-রেজিস্টার রিপন চন্দ্র মণ্ডল বলেন, দলিল লেখক সমিতির নামে কোনো কমিটি গঠনে সরকারিভাবে অনুমোদন নেই। কিন্তু দীর্ঘদিন ধরে অফিসের বাইরে কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপের উত্তেজনা চলে আসছিল।

তিনি জানান, সমিতির নামে কোনো দলিল লেখক অতিরিক্ত ফি আদায় করলে তার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে মারামারির সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর