পাবনায় ২ বাঘ ধরল গ্রামবাসী!

সময়: 2:39 am - October 3, 2020 | | পঠিত হয়েছে: 116 বার

পাবনার চাটমোহরে দিন দুপুরে দুটি মেছোবাঘ ধরেছেন গ্রামবাসীা। এর মধ্যে একটি বাঘ পিটিয়ে মেরেছেন তারা। অন্যটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এ ঘটনা ঘটে। বাঘ ধরতে গিয়ে ৪ যুবক আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, এদিন সকালে বামনগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানেলে নামে দুই মেছোবাঘ। তাদের দেখে ভয়ে দৌড়ে পালান কয়েকজন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে বলেন তারা। প্রেক্ষিতে বন থেকে বাঘ বের হয়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন একজন।

পরে বিপুল সংখ্যক লোকজন একসঙ্গে মেছোবাঘ দুটি ধরেন। এসময় বাঘের কামড় ও আঁচড়ে ৪ জন আহত হন। তাই একটি বাঘকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। পরে বাঘ দুটি ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়।

খবর পেয়ে বন বিভাগের পাবনা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিবুল আমিন, উপজেলা বন কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। সেখান থেকে মৃত ও জীবন্ত মেছোবাঘ দুটি উদ্ধার করেন তারা।

রঞ্জিবুল আমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বাঘ দুটিকে উদ্ধার করেছি। উৎসুক জনতা একটা পিটিয়ে মেরেছে। অন্যটাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি জানান, পিটিয়ে মেরে ফেলা বাঘের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরই বন বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও পুলিশকে সেখানে পাঠানো হয়। বাঘ পিটিয়ে মারার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আর আহত চারজন হতদরিদ্র হওয়ায় তাদের চিকিৎসা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর