সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা কি হওয়া উচিত!

সময়: 12:49 pm - October 4, 2020 | | পঠিত হয়েছে: 170 বার

বর্তমানে প্রচলিত কোনো আইন বা নীতিমালায় সাংবাদিকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতার কোনো মানদণ্ড নেই।

সাংবাদিক হতে হলে যে একটু পড়াশোনা বা প্রশিক্ষণের দরকার আছে সেটা সবাই স্বীকার করলেও শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার কথা বললে অনেক সাংবাদিকই ক্ষেপে যান। তাই প্রকাশ্যে এ নিয়ে কেউ কথা বলেন না। কারণ সাংবাদিকদের ক্ষেপাতে চায় না কেউ।

দুনিয়ায় এমন কোনো পেশা নেই যেখানে শিক্ষা বা প্রশিক্ষণের দরকার হয় না। বাংলাদেশেই শুধু সাংবাদিকতা করতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ লাগে না। এদেশে কবিরাজী করতে হলেও তাকে কিছু কৌশল রপ্ত করতে হয়। আর সাংবাদিকদের ক্ষেত্রে যেন সাতখুন মাফ।

সাংবাদিকদের সবচেয়ে বড় পদ হল সম্পাদক। এই পদটি রীতিমত ধর্ষিত। বলা নেই কওয়া নেই, ক লিখতে কলম ভাঙ্গে এমন অনেকেই সম্পাদক বনে গেছেন।  তারা সম্পাদক হলেনই বা কী করে, কে তাদের অনুমোদন দিল, এসব নিয়ে আর আলোচনাই হয় না। সম্পাদকদের অনেকেই সম্পাদনা করেন না। তারা টাকার জোরে পত্রিকা প্রকাশ করেন আর আইনের অভাবে তারা নিজেরাই সম্পাদক হয়ে যান।

জীবনে একদিনের জন্যও সাংবাদিকতা করেননি কিন্তু সরকারের কাছে মুচলেকা দিয়েছেন ১৫ বছর সাংবাদিকতা করেছেন- এমন সম্পাদকের অভাব নেই এই দেশে। যেখানে সম্পাদকদেরই কোনো যোগ্যতা লাগে না সেখানে তার অধীনে সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ করা হাস্যকরই হবে বটে।

আমরা জানি সাংবাদিকদের যোগ্যতা নিয়ে যাচাই বাছাই শুরু হলে অনেকেই নাখোশ হবেন, এক সময় আমিও ভাবতাম শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতার জন্য বাধ্যবাধকতা হতে পারে না, কিন্তু আজ সাংবাদিকতা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেখানে ন্যূনতম যোগ্যতা নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা সাংবাদিকরা এই পেশাটির মান মর্যাদা ধরে রাখতে পারছি না।

আমাদের মধ্যে প্রচুর অর্ধশিক্ষিত, ক্ষেত্রবিশেষ মূর্খসহ নানা ধান্দাবাজ ঢুকে পড়েছে। তাদের কারণেই সাংবাদিকতার নামে আজ অপসাংবাদিকতা বেড়েছে, দায়িত্বশীলতা কমেছে। রাস্তায় বের হলেই দেখা যায় সাংবাদিকদের ছড়াছড়ি। পঞ্চম শ্রেণির গণ্ডি পার হতে পারেনি কিন্তু সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে শতশত টাউট বাটপার।

এসব আন্ডারগ্রাউন্ড পত্রিকার পাশাপাশি ঘরে বসে অনলাইন পোর্টাল খুলে নানা জায়গা থেকে নিউজ কপি পেস্ট করেও শতশত সাংবাদিক নামধারীর জন্ম হয়েছে। পানের দোকানদার, সাইকেল মেকার, চায়ের দোকানিও এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে। ফেসবুকিং করে এমন অনেকেই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটরসাইকেলের সামনে প্রেস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের হাত থেকে সাংবাদিকতাকে বাঁচাতে হলে অবশ্যই যোগ্যতার বিষয়টি ভাবতে হবে।

সাংবাদিকদের সব সংগঠনের উচিত এ বিষয়ে তথ্যমন্ত্রালয়কে সব রকমের সহায়তা করা। সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশার সুনাম অক্ষুণ্ন রাখতেই এটা করতে হবে নয়তো নকল সাংবাদিকদের ভিড়ে আসল সাংবাদিকদের হারিয়ে যেতে বেশিদিন আর লাগবে না।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর