নাটোরে খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সময়: 7:21 pm - October 5, 2020 | | পঠিত হয়েছে: 275 বার

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে ওমর আলী (৫১) নামে সাপুড়ের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

মৃত ওমরের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম দিনু সরদার।

মৃতের ছেলে মো. খোরশেদ বলেন, আমার বাবা শখের বশে সাপ ধরে খেলা দেখান। সম্প্রতি তিনি বিষধর গোখরা ধরেন। তবে সাপটির বিষদাঁত ভাঙতে ভুলে যান। ওই দিন বিকালে বড়বাড়ি বাজারে লোকজনকে খেলা দেখান। একপর্যায়ে তার হাতে ছোবল দেয় সেটি।

তিনি বলেন, উপস্থিত দর্শক ও আত্মীয়-স্বজন প্রথমে বাবাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর