নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
করোনা পরিস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা, সেক্রেটারি সুব্রত সরকার,জেলা পুজা ইদযাপন পরিষদের সেক্রেটারি খগেন্দ্রনাথ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় কুমার, সেক্রেটারি প্রদীপ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অলোক মৈত্র সহ নাটোর জেলা-উপজেলার সকল পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ সহ সকল সরকারী উদৃতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় ৩৫০ টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। এরমধ্যে সদর উপজেলায় ৬৮ টি, সিংড়ায় ৯৫টি, গুরুদাসপুরে ২৯টি, বড়াইগ্রামে ৪৭ টি, লালপুরে ৩৮ টি, বাগাতিপাড়ায় ২৪ টি এবং নলডাঙ্গা উপজেলায় ৪৯টি। আগামী ২২ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২৬ অক্টোবর বিসর্জনের মধ্যে দিয়ে পূজা উৎসব শেষ হবে। এবার প্রতিটি মন্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ হ্যান্ড স্যানিটাইজার ও দর্শনার্থী ও পূজা উদযাপনকারীদের জন্য হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা রাখা হবে। প্রতিটি ধর্মীয় ভক্তিমূলক সঙ্গীত ছাড়া অন্য কোন গান বা সংগীত করা যাবে না এবং প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না বলে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়।
রাজশাহী বার্তা/admin