জয়পুরহাটে হত্যা মামলায় ৫ আসামি গ্রেফতার

সময়: 6:53 pm - October 18, 2020 | | পঠিত হয়েছে: 79 বার

জয়পুরহাটের ক্ষেতলালে অটোভ্যান ছিনতাই করে আবুল হোসেন (৩৩) নামের চালককে হত্যার ঘটনায় ৫ আসামি গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মুনসুর রহমান, আবু সাঈদ, আনিছুর রহমান, ছোটন চন্দ্র বর্মন ও আব্দুল মতিন।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর জানান, গেল ২৩ সেপ্টেম্বর সদর উপজেলার কাদোয়া ঢোলপাড়া গ্রামের আবুলকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন দুস্কৃতিকারী হত্যা করে। পরে মরদেহ ক্ষেতলাল উপজেলার হোপের হাট হারাবতি নদীর নিচে ফেলে ভ্যানটি নিয়ে যায়।

তিনি বলেন, এ বিষয়ে নিহতের ভাই ২৫ সেপ্টেম্বর ক্ষেতলাল থানায় মামলা করলে ছিনতাই হওয়া ভ্যানের খুচরা যন্ত্রাংশসহ মুনসুরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপর ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, এদের মধ্যে ইতোমধ্যে মুনসুর ও মতিন সংশ্লিষ্ট আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জনেরও পর্যায়ক্রমে জবানবন্দি রেকর্ড করা হবে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর