অসমাপ্ত পরীক্ষা নেয়ার দাবি রাবি শিক্ষার্থীদের
করোনার প্রাদুর্ভাবে মার্চের মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ১/২টি কোর্স বাকি থাকতেই স্থগিত হয় বিভিন্ন বর্ষে চলমান ফাইনাল পরীক্ষা।
ফলে উভয় সংকটে পড়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরীক্ষা অসমাপ্ত থাকায় অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছেন না তারা। পাশাপাশি সেশনজট ও চাকরির বাজারে পিছিয়ে পড়ার শঙ্কা গ্রাস করেছে। স্বভাবতই দুঃশ্চিন্তায় হতাশা বাড়ছে তাদের।
পরিপ্রেক্ষিতে অসমাপ্ত পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা। রোববার আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদনপত্রে তারা উল্লেখ করেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি (সম্মান) পার্ট-৪ এর শিক্ষার্থী। গেল ৫ মার্চ আমাদের পরীক্ষা শুরু হয় যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল ২ এপ্রিল। কিন্তু ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হয়। ফলে সরকার ১৮ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, যা এখনো বিদ্যমান। এতে আমাদের ৫টি কোর্সের পরীক্ষা অসমাপ্ত থেকে যায়। স্বাভাবিকভাবেই আমাদের সনদ প্রাপ্তির সময়কাল অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষা অসমাপ্ত থাকার কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে। ১৩তম জুডিসিয়ারি নিয়োগ পরীক্ষার মৌখিক অংশের সময়সূচি প্রকাশিত হয়েছে। এরপর দ্রুত পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
আমরা আশঙ্কা করছি, পরবর্তী বিচারক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাব না। এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি চাকরিসমূহের বয়সসীমা সুনির্দিষ্ট হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও কমে যাচ্ছে।
রাজশাহী বার্তা/Durul Haque