আরএমপি ডিবির পরিদর্শক খাইরুল বরখাস্ত

সময়: 6:27 pm - October 20, 2020 | | পঠিত হয়েছে: 171 বার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গেল সোমবার পুলিশ সদরদফতরের আদেশে তাকে সিলেট রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গেল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর উপকণ্ঠ বায়া পালপাড়া এলাকায় নওহাটা পৌরসভার সহকারী প্রকৌশলীকে নারীসহ আটক করেন খাইরুল। এরপর ওই প্রকৌশলীর কাছে ৫ লাখ টাকা দাবি করেন তিনি।

দেনদরবারের একপর্যায়ে ১ লাখ ৯৫ হাজার টাকা নগদ এবং ৩ লাখ টাকার চেক নেয়ার পর ওই প্রকৌশলীকে ছেড়ে দেন পুলিশ পরিদর্শক। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর ঘটনাটি তদন্ত শুরু করে আরএমপি।

আরএমপির উপ-পুলিশ কমিশনার পর্যায়ের কর্মকর্তা খাইরুলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সত্যতা পান। অতপর তদন্ত রিপোর্ট পুলিশ সদরদফতরে পাঠানো হলে খাইরুলকে বরখাস্তের নির্দেশ আসে। তাকে আরএমপি ডিবি থেকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়।

পুলিশ জানায়, খাইরুলের বিরুদ্ধে মাদকসেবন, মাদক ব্যসায়ীদের সঙ্গে সখ্যতা, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় এবং ফাঁসিয়ে দেয়ার ভয় দেখানো, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড লিপ্ত থাকাসহ নানা অভিযোগ রয়েছে।

এর আগে ২০১৪ সালে রাজশাহীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর