বগুড়ায় তিন ক্লিনিককে ৩ লাখ টাকা জরিমানা
বগুড়ায় রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে তিন ক্লিনিককে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা এবং প্যাথলজিস্ট ছাড়া পরিচালনা করায় সেগুলোকে এ জরিমানা করা হয়।
গেল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার, সার্ক জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।
তিনি জানান, লাইসেন্সবিহীন, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকা, প্যাথলজিস্ট ছাড়া পরিচালনা করে রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, সার্ক জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা এবং মা ও শিশু জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মেডিক্যাল প্রাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
নাছিম রেজা বলেন, সব হাসপাতালকে আগামী ১ মাসের মধ্যে সব কাগজপত্র ঠিক করা, চিকিৎসক ও নার্স নিয়োগ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসময় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছিলেন।
রাজশাহী বার্তা/Durul Haque