পদ্মায় নৌকাডুবিতে ২ শ্রমিক নিখোঁজ

সময়: 1:41 pm - October 22, 2020 | | পঠিত হয়েছে: 171 বার

পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবি দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

বুধবার সন্ধ্যায় উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাহিরচর গোরস্তানসংলগ্ন মাঝপদ্মায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ শ্রমিকরা হলেন- সদর উপজেলার সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) ও তোফাজ্জল হোসেন (৫০)। এ ঘটনায় আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল জানান, উপজেলার চরতারাপুর থেকে ৫০ শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে বাহিরচরে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে তারা একটি নৌকাযোগে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন।

 

নৌকাটি সদর উপজেলার কোলচুরিতে যাচ্ছিল। পথে বাহিরচর গোরস্তানসংলগ্ন মাঝপদ্মায় এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। প্রায় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুকুর ও তোফাজ্জল নামে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

 

পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, পাবনায় ডুবুরি নেই। ডুবুরির জন্য রাজশাহীতে খবর দেয়া হয়েছে।  এ ছাড়া নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ করতে সমস্যা হচ্ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর