বগুড়ায় বেশি দামে আলু বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা
বগুড়ার শিবগঞ্জে ২টি কোল্ড স্টোরেজকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ এবং নির্ধারিত মূল্যের অধিক দামে বিক্রি করায় এ জরিমানা করা হয়।
গেল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে কৃষি বিপণন আইন অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার শাহ সুলতান কোল্ড স্টোরেজকে ৪০ হাজার টাকা এবং আফাকু কোল্ড স্টোরেজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী বার্তা/Durul Haque