রাজশাহী বিভাগে ১ নভেম্বর থেকে পরিবহন ধর্মঘট

সময়: 6:57 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 283 বার

আট দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। অনির্দিষ্টকালের ওই কর্মবিরতি বিভাগের আটটি জেলায় একযোগে পালিত হবে। বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাফকাত মঞ্জুর বিপ্লব এ তথ্য জানান।

তিনি জানান, ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ আট দফা দাবি আদায় না হলে আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। তাদের মূল দাবি, উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধ করতে হবে।

জানা গেছে, পরিবহন ধর্মঘটের বিষয়ে গত শনিবার রাজশাহী ও বগুড়ায় পরিবহন মালিক সমিতির নেতাদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতোমধ্যে রাজশাহী, বগুড়া, জয়পুরহাটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। ফলে যাত্রী সংকটে পড়েছে ওই রুটে চলাচল করা পরিবহনগুলো।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর