রাজশাহী বাগমারার দিপঙ্কর হত্যা মামলায় ১৭ আসামি খালাস

সময়: 5:42 pm - October 28, 2020 | | পঠিত হয়েছে: 208 বার
রাজশাহী বাগমারায় তৎকালীন বাংলা ভাইয়ের হাতে টর্চার সেলে নির্মমভাবে নিহত দীপঙ্কর সাহা হত্যা মামলায় ১৭ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক ইসমত আরা এ রায় দেন। ‍রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ সাক্ষীর দ্বারা আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় বিচারক সবাইকে বেকসুর খালাস দিয়েছেন।
তিনি জানান, এ মামলায় মোট সাক্ষী দিয়েছেন ২০ জন। বাংলা ভাই প্রধান সিদ্দিকুর রহমানসহ এ মামলায় মোট আসামী ছিলেন ১৮ জন। এর মধ্যে আসামীদের মধ্যে ইতিমধ্যেই জেএমবি প্রধান বাংলাভাইয়ের মৃত্যুদন্ড কার্যকর করায় আসামী ছিলো ১৭ জন।এছাড়া ১৬ বছর ধরে মামলা চলায় আসামিদের মধ্যে আরো চারজনের মৃত্যু হয়।বাকি ১৩ আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি পলাতক ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৯ এপ্রিল ২০০৪ সালে তৎকালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে হামিরকুৎসা ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করে নির্মম ভাবে হত্যা করা হয় দিপঙ্কর সাহাকে। এ ঘটনায় ওইদিন দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে দীপঙ্কর আত্রাইয়ের কাশিয়াবাড়ী ঘাটের ইজারাদার ছিলেন বলে উল্লেখ করা হয়।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর