রাসিকের জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা কার্যক্রম
সময়: 7:58 pm - October 29, 2020 | | পঠিত হয়েছে: 110 বার
রাজশাহী সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ কর্তৃক ‘নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা কার্যক্রম’ পরিচালিত হয়েছে। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে, সিএন্ডবি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি মোড়সহ নগরীর বিভিন্ন স্থানের নিরাপদ খাবার নিশ্চিতের লক্ষ্যে স্ট্রিট ফুডের দোকানগুলোতে জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম. আঞ্জুমানারা বেগমের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. তারিকুল ইসলাম বনি, ডা.তামান্না বাসার রুথি, স্যানিটারী পরিদর্শক অচিন্ত্য কুমার ভাদুড়ি, আতিকুল হক বাবু ও ইকরামুজ্জামান।