নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে।
রাত ১২.০১ মিনিটে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, থানা, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাব, অন্যন্যা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্প স্তাবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান।
এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা, সকাল ৭টায় ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা, সরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে আরম্ভ করে শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী। ৭.৩০টায় ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা। সকাল ৮.১৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব ভাষায় সঙ্গীত, ৯টায় উপস্থিত বক্তৃতা ও কবিতা লিখা (কবিতার বিষয়-নিয়ামতপুর) প্রতিযোগিতা, সকাল ১০টায় চিত্রাঙ্কন, রচনা, আবৃতি, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা, বাদ যোহর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতা, তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ, নির্বাহী পরিচালক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শাহজাহান সাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) মোনায়েম হোসেন ও সিদ্দিকুর রহমান প্রমুখ।
এছাড়া শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, নিয়ামতপুর সরকারী কলেজ, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ, বেনীপুর উচ্চ বিদ্যালয়, বরেন্দ্র আলিম মাদ্রাসা, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভোতাহারা মিশনসহ ৮টি ইউনিয়ন পরিষদ আলাদা আলাদা কর্মসূচী পালন করে। নিয়ামতপুর কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলে বেলা ১০টায় শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
রাজশাহী বার্তা/admin