গোদাগাড়ীতে আমবাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হিজলগাছি গ্রামের একটি আমবাগান থেকে আশরাফ আলী (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নিহত আশরাফ আলী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হিজলগাছি গ্রামের মৃত বুলুর ছেলে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে হিজলগাছি ইটভাটার পাশের আম বাগানের মধ্যে তর মরদেহ ঝুলছিল। বাগানে গাছের ডালের সাথে নিজের পরনের লুঙ্গি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল। ঝুলন্ত অবস্থায় আশরাফ আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি জানান, আশরাফ আলী কৃষিকাজ এবং ডিম বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর বাড়ি ফিরেননি। এর পর বুধবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বর্তমানে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি।
রাজশাহী বার্তা/admin