রাজশাহী বিভাগে নতুন করে ৭০ জন করোনা রোগী শনাক্ত

সময়: 7:35 pm - November 28, 2020 | | পঠিত হয়েছে: 160 বার

রাজশাহী বিভাগে নতুন করে ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে সুস্থ হয়েছেন ৪০ জন। তবে পাঁচ দিন পর রাজশাহী বিভাগে গত শুক্রবার নতুন করে করোনাভাইরাসে কার মৃত্যু হয়নি। শনিবার (২৮ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৯১ জন। এদের মধ্যে ২০ হাজার ৬৯০ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬০৯ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর