মেয়র লিটনের সাথে রাসিকের কারাতে দলের সৌজন্য সাক্ষাৎ

সময়: 6:35 pm - December 8, 2020 | | পঠিত হয়েছে: 152 বার
২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২০ এ অংশ নিতে মঙ্গলবার রাজশাহী ছাড়ছে রাজশাহী সিটি কর্পোরেশন কারাতে দল। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির খেলোয়াড়, কোচ ও ম্যানেজার। এ সময় তারা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান, আর মেয়র মহোদয় তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশন কারাতে দলের ৬জন খেলোয়াড়, ম্যানেজার মামুনুর রশিদ মামুন, কোচ ফাইজুল ইসলাম পিন্টু, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কারাতে সমিতির সভাপতি রেজাউন নবী আল মামুন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে আগামী ১০-১২ ডিসেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন কারাতে দল অংশ নিচ্ছে।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর