বড়াইগ্রামে বাল্য বিয়ে দেয়ার চেষ্টায় বাবা আটক

সময়: 11:02 pm - February 21, 2020 | | পঠিত হয়েছে: 147 বার

নাটোরের বড়াইগ্রামে নাবালিকা মেয়ে বন্যা খাতুনকে (১৪) বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবা বাবুল আহমেদকে আটক করা হয়।

মেয়েকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার লিখিত মুচলেকা এবং ২০ হাজার টাকা জরিমানা করে বাবুলকে মুক্তি দেয় ভ্রাম্যমান আদালত।

বন্যা খাতুন উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক রবিউল করিম জানান, শুক্রবার দুপুরে পারকোল গ্রামের বাবুল আহমেদ তার স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে পাবনা জেলার ফরিদপুর এলাকার এক যুবকের বিয়ের আয়োজন করেন।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাইমেনা শারমীন পুলিশের একটি টিমসহ বিয়ে বাড়িতে যান। এ সময় নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করায় কনের বাবাকে আটক করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর